চলমান রিপোর্ট: ‘নিরাপদ বয়লার, নিরাপদ কর্ম পরিবেশ, নিরাপদ জীবন’ এই স্লোগানে চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশন ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ জুলাই) বিকালে বামন সুন্দর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রিয় সভাপতি মো. রেজাউল করিম।
বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশনের সহ-সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রিয় কার্যকরী কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম মিলন ভূইয়া। বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রিয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. নুর ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, ইছাখালি ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুল মোস্তফা, মিঠানালা ইউনিয়নের চেয়ারম্যান এমএ কাশেম, মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি মো. নুরুল আলম, এনএএস এন্টারপ্রাইজের (সি.ই.ও) মো. কামরুজ্জামান রাজু, স্টীভটেপ ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী মো. আলমগীর হোসেন, টেকনোক্রাফটস ইঞ্জিনিয়ার ম্যানিজিং ডিরেক্টর রমা. কে.এ. লিটন চৌধুরী, মেসার্স নাসির এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো. আজম খাঁন, এসএম বেসিক মেশিনারীজ ওয়াকসপ প্রোপাইটর মো. সাইফুল ইসলাম, আল হাসান ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ম্যানিজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার সাইদুল হক হাসান, বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশনের উপদেষ্টা মো. আবুল বসর, মো. রেজাউল করিম খোকন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু।
অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রিয় কমিটির সিনিয়র সাংগঠনিক সম্পাদক মো. শামীম মিঞা।
এছাড়াও বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রিয় এবং সকল জেলা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।