বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ
এসোসিয়েশনের সংবর্ধনা

top Banner



বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশনের এর নব নির্বাচিত কেন্দ্রীয় কমিটির সংবর্ধনা ও ঢাকা জেলা পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
গত শুক্রবার (১০ মার্চ) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সাভারের আশুলিয়া কাইচাবাড়ি এলাকার রুপসী বাংলা পার্কে দিনব্যাপী বর্ণাঢ্য এই আয়োজন অনুষ্ঠিত হয়। একি রঙের টি-শার্ট, গলায় আইডিকার্ড, দুপুরে একসাথে মধ্যাহ্ন ভোজ রুপসী বাংলা পার্ক জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকা জেলা কমিটির সভাপতি মো: নূর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিরসরাই প্রেসক্লাবের সভাপতি মো: নুরুল আলম।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মো: নুরুল আলম বলেন, ‘২০১৭ সালের ৪ জুলাই বয়লার বিস্ফোরণ দূর্ঘটনায় ৭ জুলাই জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলন থেকে এই এসোসিয়েশনের জন্ম। একটি সংগঠন টিকে থাকার মূল বিষয় হচ্ছে লক্ষ্য-উদ্দেশ্য, শৃঙ্খলা ও আনুগত্য। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব , সনদ নিয়ে অযৌক্তিক কালো আইন বাতিলের জন্য রিটপিটশন সহ মাত্র ৫ বছরে সংগঠন সফলতার সাথে আজকের এই অবস্থানে এসে দাঁড়িয়েছে।’
সংবর্ধনা অনুষ্ঠানে শহিদুল ইসলাম রিপন ও ইকবাল শামীমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্টিফটেক ইন্টারন্যাশনালের এমডি আলমগীর হোসেন, ইউনিভার্সেল ট্রেড সেন্টারের ম্যানেজার আবু সাহেদ, ফাহিম বয়লার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস প্রোপ্রাইটর একরামুল হক সেলিম, রিয়েল টেক ইঞ্জিনিয়ারিং সি.ই.ইউ সাহাদাত হোসেন বাচ্চু, আর. এস বয়লারের সি.ই.ইউ রফিকুল ইসলাম রকি, প্রতিষ্ঠাতা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মেসার্স এস এস ওয়েল সাপা-ইয়ার্সের প্রোপ্রাইটর আবু সাঈদ, এমএস বেপারী ট্রেডিং এর প্রোপ্রাইটর শরিফ হোসাইন মেরিল প্রমুখ।
এসময় ঢাকা জেলার নূর আলমকে সভাপতি ও আশরাফ মাহবুবকে সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্য বিশিষ্ট কমিটি পূর্ণাঙ্গ গঠন করা হয় এবং বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক নুরুন্নবীসহ সকল সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। এছাড়া আগত প্রধান অতিথি, বিশেষ অতিথি, ডোনার এবং বয়লার পরিচারকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আরো খবর