মিরসরাইয়ে মহামায়া ইকোপার্কের জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রতিবেশ উন্নয়নের আওতায় বন ও বৃক্ষের ভূমিকা, ইকো-ট্যুরিজম উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আর্থ-সামাজিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন এবং বন, বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত বিদ্যমান আইনের প্রতি গণচেতনতা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) দিনব্যাপী চট্টগ্রাম উত্তর বন বিভাগের মিরসরাই রেঞ্জের আয়োজনে মহামায়া ইকোপার্কে অনুষ্ঠিত প্রশিক্ষণের বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর বন বিভাগ করেরহাট রেঞ্জের সহকারি বন সংরক্ষক মোহাম্মদ হারুন অর রশিদ, চট্টগ্রাম সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ ইসমাইল হোসাইন, মিরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহেন শাহ নওশাদ, অলিনগর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা বাচ্চু মিয়া, গ্রামীণ ব্যাংকের মিরসরাই শাখার এরিয়া ম্যানেজার শাহিনুর ইসলাম প্রমুখ। প্রশিক্ষণে বিভিন্ন শ্রেনী পেশার ৪২ জন ব্যক্তি অংশ গ্রহণ করেন।
মিরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহেন শাহ নওশাদ বলেন, চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীতে প্রতিদিন ৪২ জন করে মোট ১৬৭ জন অংশ নিবেন। কর্মসূচীতে শিক্ষক, সাংবাদিক, বননির্ভর জনগোষ্ঠী, বনবিভাগের কর্মচারী, ক্ষুদ্র নৃ গোষ্ঠী, শিক্ষার্থী, ইকোগাইড, দুঃস্থ মহিলা সহ বিভিন্ন শ্রেণী পেশার লোক অংশ নিচ্ছেন। এ প্রশিক্ষণের ফলে ইকোট্যুরিজমের বিষয়ে পর্যটকরা সচেতন হবে এবং পর্যটন শিল্পের বিকাশ ঘটবে।