চট্টগ্রাম ব্যুরো
বডি স্প্রে’র বোতল দিয়ে বোমার ভয় দেখিয়ে চট্টগ্রাম নগরীর ট্রাস্ট ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টাকালে তারিকুল ইসলাম নামের এক যুবককে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ।
বুধবার (৩১ মার্চ) ইপিজেড থানাধীন নেভাল এভিনিউ এলাকায় একটি বেসরকারি ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত যুবককে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার ওসি (অপারেশন) সাজিদ কামাল ।
তিনি বলেন, পকেটে বোমা আছে এমন ভয় দেখিয়ে ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করার চেষ্টা করে ওই যুবক। পরে পুলিশ তাকে আটক করে। তার পকেটে বোমা সদৃশ কোনো বস্তু পাওয়া যায়নি। পকেটে ছিল মূলত একটি বডি স্প্রে। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
র্যাব-৭ সুত্র গণমাধ্যমকে জানান, এক যুবক বোমাসদৃশ বস্তুসহ ব্যাংকে গিয়ে ২০ লাখ টাকা দাবি করেন। না দিলে বোমা ফাটানোর হুমকি দিয়ে কর্মকর্তাদের ব্যাংকের ভেতরে জিম্মি করার চেষ্টা করেন। ঘটনাস্থলে র্যাব, পুলিশ ও বোমা বিস্ফোরণ ইউনিট অভিযান চালিয়ে তারিকুল ইসলাম নামে এক যুবককে আটক করে।