বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসার
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

top Banner



মিরসরাইয়ের বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসার দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ ) সন্ধ্যায় আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে ১ মার্চ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন।

মাদরাসা সুপার মাওলানা আলা উদ্দিনের সভাপতিত্বে ও সহকারি সুপার জহিরুল ইসলামের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক জুনু। এসময় উপস্থিত ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য মন্নান সওদাগর, মাদরাসা শিক্ষক জাহেদুল আলম, মাওলানা হায়দার আলী, জহিরুল ইসলাম, হেফ্জ ও এতিম খানার বিভাগীয় অবিভাবক সদস্য ফরিদ উদ্দিন, হাবিব উল্লাহ ভূঁইয়া, মো. মহসিন, রবিউল হোসেন, নুর উদ্দিন, মোহাম্মদ শিপন প্রমুখ।

মাদরাসা সুপার মাওলানা মুহাম্মদ আলা উদ্দিন বলেন, প্রতি বছরের মতো এবারও দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মাদরাসা শিক্ষার্থীরা, দৌড়, দীর্ঘ লাফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, মুরগির লড়াই চকলেট খেলা, আবৃত্তি, কৌতুক অভিনয়, হামদ-নাত সহ ১০৯ টি ইভেন্টে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ৩৯৯ জন শিক্ষার্থীকে ওয়ান ব্যাংক বড়তাকিয়া এজেন্ট শাখার সৌজন্যে পুরস্কৃত করা হয়।

আরো খবর