চলমান রিপোর্ট
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সাথে জমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে দুইটি সরকারি মালিকানাধীন সংস্থা গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) ও রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) এবং চারটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান সায়মন বিচ রিসোর্ট লিমিটেড, ম্যাফ সুজ লিমিটেড, ইউনিটেক্স স্পিনিং লিমিটেড এবং স্টেপ মিডিয়া লিমিটেড।
সোমবার (২১ জুন) বিকালে রাজধানীতে অবস্থিত বেজা সদর দপ্তরের সভাকক্ষে এ চুক্তিসমূহ স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।
চুক্তি অনুসারে, কক্সবাজারের মহেশখালী অর্থনৈতিক অঞ্চলে (ধলঘাটা) জিটিসিএল ১৩ দশমিক ৮৭ একর জমিতে গ্যাস ট্রান্সমিশন পাইপলাইন নির্মাণ করবে। একই অর্থনৈতিক অঞ্চলে আরপিজিসিএল ৪ দশমিক ৪০৯ একর জমিতে দুটি ‘এফএসআরইউ সাব-সি পাইপলাইন’ ও ‘প্লাটফর্ম ইন-টাই ইন পয়েন্ট’ নির্মাণ করবে।
অন্য দিকে, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে মাফ সুজ লিমিটেড ৩০ একর জমি লিজ পেয়েছে। প্রতিষ্ঠানটি ৭১ দশমিক ৭১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে শতভাগ রপ্তানীমুখী কম্পোজিট শু, নিট ফেব্রিক, উভেন ও নন উভেন ক্যাপ উৎপাদন করবে। এতে প্রায় ৫ হাজার ৫০০ লোকের কর্মসংস্থান হবে।
সায়মন বিচ রিসোর্ট লিমিটেড বঙ্গবন্ধু শিল্প নগরে ৬ একর জমিতে ২৯ দশমিক ৭৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে হোটেল ও রিসোর্ট নির্মাণ করবে। এখানে কর্মসংস্থান সৃষ্টি হবে প্রায় ৪৫০ জন লোকের।
ইউনিটেক্স স্পিনিং লিমিটেড মিরসরাইতে ২০ একর জমি লিজ পেয়েছে। ৭৬ দশমিক ৭৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে তারা সিনথেটিক ফাইবার ও পেইন্ট ইন্ডাস্ট্রি নির্মাণ করবে। এতে কর্মসংস্থান সৃষ্টি হবে ১ হাজার ৫৫ জনের।
এ দিকে স্টেপ মিডিয়া লিমিটেড জামালপুর অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করবে ৯ দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলার। প্রতিষ্ঠানটি জমি ইজারা পেয়েছে ৬ একর এবং নির্মাণ করবে পিভিসি ফ্লেক্স ব্যানার উৎপাদনকারী ইন্ডাস্ট্রি। এতে শতাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।
জমি ইজারা চুক্তিতে স্বাক্ষর করেন বেজার নির্বাহী সদস্য মো. আলী আহসান এবং জিটিসিএলের কোম্পানি সচিব (মহাব্যবস্থাপক) কাজী হাসান মাসুদ, আরপিজিসিএলের কোম্পানি সচিব ফরিদ আহমেদ, ম্যাফ সুজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসনাত মোহাম্মদ আবু উবাইদা, সায়মন বিচ রিসোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব-উর-রহমান, ইউনিটেক্স স্পিনিং লিমিটেডের পক্ষে ডিরেক্টর অপারেশন জোবায়েদুল ইসলাম চৌধুরী এবং স্টেপ মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা তৌহিদ খান।
হাসনাত মোহাম্মদ আবু উবাইদা বলেন, ‘এ শিল্প স্থাপিত হলে এটি হবে বাংলাদেশে সর্ববৃহৎ রপ্তানীমুখী জুতা উৎপাদিনকারী প্রতিষ্ঠান। এটি চামড়াশিল্পে দেশের ভাবমূর্তি উন্নয়নে ভূমিকা রাখবে।’
মাহবুব-উর-রহমান বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে আগামীতে বিপুল বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে প্রায় ১৫ লক্ষাধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে যেখানে প্রয়োজন হবে আন্তর্জাতিক মানের পর্যটন সুবিধা। এ জন্য তারা তাদের পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ শিল্পনগরে ৫ তারকা মানের আধুনিক হোটেল নির্মাণ করবে।’
বাংলাদেশের সর্ববৃহৎ সরোবরের সৌন্দর্য বিকাশে পর্যটন সুবিধা কাজে লাগাতে চান বলে তিনি মত প্রকাশ করেন।
জোবায়েদুল ইসলাম চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে তাদের পরিকল্পিত শিল্প কারখানা আমদানী বিকল্প পণ্য প্রস্তুত করবে। এতে দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।’
উল্লেখ্য, চট্টগামের মিরসরাই, সীতাকুণ্ড উপজেলা এবং ফেনীর সোনাগাজী উপজেলার জুড়ে বিস্তৃত ৩০ হাজার একর আয়তনের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর হতে যাচ্ছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল। এতে ইতোমধ্যে বিনিয়োগ প্রস্তাব এসেছে ২০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি এবং কর্মসংস্থান হবে ১৫ লক্ষ লোকের।