বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

মিরসরাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) মিরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা ও নানাবিধ আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিনের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

তিনি বলেন, বঙ্গবন্ধু বাঙালী জাতীর জনক। তার নেতৃত্বেই আমরা পাক হানাদারদের কাছ থেকে আমাদের স্বাধীনতা ছিনিয়ে এনেছি। আজ এ মহান নেতার জন্মদিনে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।

তিনি আরো বলেন, আব্রাহাম লিংকসহ বিশ্বে যত বড় নেতা আছে সবাইকে তাক লাগিয়ে দিয়ে বঙ্গবন্ধু ৭ই মার্চ লাখ লাখ জনতার সামনে না দেখে ভাষন রাখেন। পশ্চিম পাকিস্তান কখনো চিন্তা করে নাই বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা ১০০ আসন পাবো। কিন্তু আমরা ২৬০ আসনের মধ্যে ১৫৮ আসনে জয় লাভ করি। মূলত সত্তরের নির্বাচনের মধ্যেই স্বাধীনতার বীজ অন্তর্নিহিত ছিলো।

এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নচেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহম্মদসহ আরো অনেকেই।

আরো খবর