বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

top Banner

মিরসরাইয়ে আলোচনা সভা, পুরষ্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব আয়োজন করা হয়। এরআগে উপজেলা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবিরের সঞ্চালন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইটি বিশেষজ্ঞ ও চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমান রুহেল।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি, মিরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দিন, মিরসরাই সহকারী কমিশনার (ভূমি) জামিউল হিকমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহমেদ সহ প্রমুখ।

আরো খবর