ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমপর্বের শেষ ম্যাচে আন্দ্রে ফ্লেচারের শতরানের ইনিংসের কাছে ম্লান হয়ে গেল ফাফ ডু-প্লেসিসের সেঞ্চুরি। ফ্লেচারের সেঞ্চুরি এবং শেখ মেহেদি হাসানের ফিফটিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করল খুলনা টাইগার্স। এর আগে সেরা চারে জায়গা করে নেয় বরিশাল, কুমিল্লা এবং চট্টগ্রাম।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট অনুষ্ঠিত ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ফফ ডু-প্লেসিস ব্যাট হাতে দুর্দান্ত খেলতে থাকেন। তুলে নেন এক শৈল্পিক সেঞ্চুরি। সেই সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান তুলে কুমিল্লা।
দলের সর্বোচ্চ ১০১ রান করেন ডু-প্লেসিস। ৫৪ বলে খেলা এই ইনিংটি ১১টি চার এবং তিনটি ছয়ে সাজানো। এছাড়া ৩১ রান করেন মাহমুদুল হাসান জয়। আর ২০ রানে অপরাজিত থাকেন নাহিদুল ইসলাম অঙ্কন। অন্যরা কেউই দশের ঘর পার করতে পারেননি।
১৮৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই দলকে জয়ের দ্বারপ্রান্তে এনে দেন আন্দ্রে ফ্লেচার ও শেখ মেহেদি হাসান। ফ্লেচার তুলে নেন ব্যক্তিগত সেঞ্চুরি। অপরাজিত থাকেন ১০১ রানে। আর ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করার পর ৭৪ রানে আউট হন শেখ মেহেদি হাসান। সৌম্য সরকার ১ রানে অপরাজিত থাকেন।