চলমান রিপোর্ট
ফুটবল একাডেমী অব অভিযান ক্লাব জুনিয়রস চ্যাম্পিয়ন ট্রফি ২০২১ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ আগষ্ট) মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার ফুটবল মাঠে অভিযান ক্লাবের উদ্যোগে ও তত্ত্বাবধানে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন ফুটবল একাডেমি অব অভিযান ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সোলেমান উদ্দিন বাদশা।
এসময় উপস্থিত ছিলেন এফএওসির সহ-প্রতিষ্ঠাতা ও সচিব আরাফাদুল হক জিশান, সহ-প্রতিষ্ঠাতা সফিউল আজম সোহান, প্রতিষ্ঠাতা সদস্য শাহাদাত হোসেন, শোভন, হৃদয় ও খেলোয়াড়বৃন্দ।
উদ্বোধনী খেলা ১-১ গোলে ড্র হয়। জুনিয়রস টাইগার এর হয়ে গোল করে আয়াত ও জুনিয়রস লায়ন এর হয়ে গোল করেন শাওন। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন জুনিয়রস টাইগার এর আয়াত।
উল্লেখ্য, ফুটবল একাডেমি অব অভিযান ক্লাবের জুনিয়র খেলোয়াড়দেরকে নিয়ে জুনিয়রস টাইগারস ও জুনিয়রস লায়ন নামে দুটি দলে ভাগ করা হয়। মোট ৭ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী চ্যাম্পিয়ন হবে।