ফিলিস্তিনজুড়ে নজিরবিহীন ধর্মঘট

top Banner

গাজা উপত্যকায় ইসরাইলের বোমা হামলার প্রতিবাদে গাজা, অধিকৃত পশ্চিম তীর ও ইসরাইলি নগরীগুলোতে নজিরবিহীন ধর্মঘট চলছে। আজ মঙ্গলবার সরকার থেকেই সব দোকানপাট বন্ধ রয়েছে।

গাজা পরিচালনাকারী প্রতিরোধ আন্দোলন হামাস ও ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রধান দল ফাতাহ উভয় গ্রুপই এই ধর্মঘট সমর্থন করেছে। ফিলিস্তিনিরা সব ধরনের অর্থনৈতিক কার্যক্রম থেকে বিরত রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও বন্ধ রয়েছে।

আল জাজিরার নিদা ইব্রাহিম রামাল্লা থেকে বলেন, কয়েক দশকের মধ্যে এই প্রথম দল-মত-নির্বিশেষে সব ফিলিস্তিনি এ ধরনের সাধারণ ধর্মঘটে অংশ নিচ্ছে।

আরো খবর