চলমান রিপোর্ট
ফটিকছড়ি থেকে ফেনী সদরের লেমুয়া বাজার যাওয়ার পথে মিরসরাইয়ের বারইয়ারহাট এলাকা থেকে আফরোজা সোলতানা (৪০) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছে।
গত রবিবার (১৩ জুন) সকাল ৯টার দিকে ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় অবস্থিত মেয়ের শশুর বাড়ি থেকে সিএনজি অটোরিক্সা যোগে উনার বাবা বাড়ি ফেনীর লেমুয়া এলাকার ইলিয়াছ মেম্বার বাড়িতে যাচ্ছিলো। বারইয়ারহাট আসার পর থেকে তিনি নিখোঁজ হন।
এই বিষয়ে আফরোজার ভাই কামরুল হোসেন সোহেল বাদি হয়ে জোরারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
আফরোজার ভাই কামরুল হোসেন সোহেল বলেন, আমার বোন গত রবিবার সকালে ফটিকছড়ির বিবিরহাট থেকে সিএনজি যোগে আমাদের বাড়িতে আসছিলো। কিন্তু দুপুর পার হয়ে গেলেও তিনি বাড়িতে না পৌছায় মোবাইল নম্বরে ফোল করলে বন্ধ পাওয়া যায়। সিএনজি চালকের সাথে যোগাযোগ করলে তিনি বারইয়ারহাট সিএনজি ষ্ট্যান্ডে উনাকে নামিয়ে দেয় বলে জানায়।
এরপর আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর না পেয়ে জোরারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছি। আমার বোনের গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ফুট। পরনে হালকা ছাই রংয়ের বোরকা ছিল। কোন সহৃদয়বান ব্যক্তি যদি আমার বোনের সন্ধান পেয়ে থাকেন তাহলে এই মোবাইল নম্বরে ০১৮১৯৮৩২৯১৩ যোগাযোগ করার অনুরোধ করছি।