প্রয়াত সাংবাদিক সুজন মন্ডলের স্মরণ সভা

top Banner

নিজস্ব প্রতিনিধিঃ
প্রয়াত সাংবাদিক সুজন মন্ডলের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মিরসরাই উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব কার্যালয়ে সভায় প্রধান অতিথি ছিলেন মিরসরাই পৌরসভার মেয়র মো.গিয়াস উদ্দিন। মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিপুল দাশের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডাঃ জামসেদ আলম। ক্লাবের সহ সভাপতি নয়ন কান্তি ধুমের সঞ্চালনায় অন্যদের মধ্যে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সুজন মন্ডলের বাবা সাংবাদিক নিরোধ বরন মন্ডল, দৈনিক যুগান্তর ও আজাদী প্রতিনিধি মাহবুবুর রহমান পলাশ, দৈনিক বণিক বার্তা ও সুপ্রভাত বাংলাদেশ প্রতিনিধি রাজু কুমার দে, এশিয়ান টিভির বাবলু দে, প্রথম আলো প্রতিনিধি ইকবাল হোসেন প্রমুখ। স্মরণ সভায় প্রয়াত সুজন মন্ডলের একমাত্র কন্যা সন্তান তনু মন্ডল, সাংবাদিক কামরুল হোসেন, কামরুল হাসান, জুয়েল নাগ, জাবেদ, রবি করিম, সানোয়ারুল হক রনি, আমরা মুক্তিযোদ্ধা সন্তান মিরসরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাফর উপস্থিত ছিলেন। স্মরণ সভার আগে প্রেসক্লাবের পক্ষ থেকে সুজন মন্ডলের সমাধীস্থলে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আরো খবর