প্রয়াত নেতৃবৃন্দের কবর জেয়ারত করলেন ইঞ্জিনিয়ার মোশাররফ

চলমান রিপোর্ট

প্রায় তিন মাস আমরিকা সফর শেষে এলাকায় ফিরে বিগত সময়ে মৃত্যুবরণ করা আওয়ামীলীগ নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও নেতৃবৃন্দের স্বজনদের কবর জেয়ারত করেছেন সাবেক মন্ত্রী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। এসময় মৃত্যুবরণ করা নেতৃবৃন্দের পরিবারের খোঁজ খবর নেন।

মঙ্গলবার ( ৫ অক্টোবর) সকালে ওয়াহেদপুরে সাবেক মেম্বার কামাল উদ্দিন পাশা, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম, মায়ানী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি, সম্পাদক নুরুল ইসলাম মেম্বার, মিঠানালায় চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাব উদ্দিন, সহকারি কমান্ডার জামাল উদ্দিন, ইছাখালীতে উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ডা. আবুল কাশেম, ওচমানপুরে সাবেক আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো শাহ এমরান চৌধুরী, শহীদুল্লাহ চৌধুরী (ফরহাদ), ধুমে আওয়ামীলীগ ইলিয়াছ সিরাজী, হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু তাহের, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনের মায়ের কবর ও সর্বশেষ উপজেলা আওয়ামী মহিলা লীগের সাবেক সভাপতি, সাবেক কাউন্সিলর রিজিয়া বেগমের কবর জেয়ারত করেন।

এছাড়া তিনি উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড দেখেন এবং খোঁজ খবর নেন। দীর্ঘ সময় সফর শেষে দেশে ফেরায় উনাকে ফুল দিয়ে বরণ করেন মিরসরাই উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, নিজামপুর সরকারি কলেজ ছাত্রলীগ, ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রলীগ। দুপুরে মহাজনহাট এফ রহমান কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাবেক এই মন্ত্রী।

এসময় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সাথে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ জসীম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুল আনোয়ার বাহার চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, মিরসরাই উপজেলা

আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, মিরসরাই পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।

আরো খবর