প্রাণ বাঁচাতে ইউক্রেন ছেড়ে রোমানিয়ায় আড়াই লক্ষাধিক মানুষ

top Banner

::আন্তর্জাতিক ডেস্ক::
ইউক্রেনে রাশিয়ার চলমান সামারিক অভিযান গড়িয়েছে দ্বাদশ দিনে। সামরিক অভিযানের প্রথম থেকে রুশ সেনাদের হামলার তীব্রতায় ঘর-বাড়ি ছেড়েছেন লাখ লাখ মানুষ। জাতিসংঘের হিসেবে এখন পর্যন্ত ১৫ লাখেরও বেশি ইউক্রেনীয় দেশ ছেড়ে শরণার্থী হয়েছেন।

রুশ হামলার মুখে প্রাণ বাঁচাতে দেশ ছাড়া এসব মানুষের বেশিরভাগই আশ্রয় নিয়েছেন পোল্যান্ডে। তবে আরেক প্রতিবেশী দেশ রোমানিয়ায় আশ্রয় নেওয়া ইউক্রেনীয়দের সংখ্যাও নেহাত কম নয়। রাশিয়ার হামলা শুরুর পর থেকে দেশটিতে আশ্রয় নিয়েছে আড়াই লাখেরও বেশি মানুষ। সোমবার (৭ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ইউক্রেনের বর্ডার পুলিশের তথ্য উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার সর্বাত্মক হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ২ লাখ ৬১ হাজার ৪৪৫ জন ইউক্রেনীয় রোমানিয়ায় পালিয়ে গেছেন। এর মধ্যে রোববার দেশটিতে প্রবেশ করেছেন ৩৩ হাজার ৯৬৯ জন ইউক্রেনীয়।

বর্ডার পুলিশের তথ্য অনুযায়ী, ইউক্রেনের সাথে চারটি স্থল সীমান্ত চেকপয়েন্ট দিয়ে রোমানিয়াতে প্রবেশ করেছেন এসব মানুষ। তবে মলদোভার সাথে থাকা চেকপয়েন্টের মাধ্যমেও রোমানিয়ায় ঢুকেছেন অনেকে। অবশ্য এর মধ্যে ১ লাখ ৮২ হাজার ৩১২ জন ইতোমধ্যেই রোমানিয়া ছেড়েছেন বলে জানানো হয়েছে।

এদিকে জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর এ পর্যন্ত অন্তত ৩৬৪ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এদের মধ্যে অন্তত ২৫ শিশুও রয়েছে।

এছাড়া হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৭৫৯ জন। তবে জাতিসংঘ বলছে, বাস্তবে এই সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ ভারী গোলাবর্ষণ, বিস্ফোরণ বা ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতদের এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরো খবর