নিজস্ব প্রতিনিধি
বিশিষ্ট সমাজসেবক, কুয়েত প্রবাসী ব্যবসায়ী, জমজম সুইটস এন্ড বেকস্ লিমিটেডের চেয়ারম্যান আবুল খায়ের সেলিমের উদ্যোগে মিরসরাইয়ের ৫৫০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার ধুম, শান্তিরহাট, মরগাং , হিঙ্গুলী ইউনিয়ন, জোরারগঞ্জ ইউনিয়নের ইমামপুর এলাকায় এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে চনাবুট ২ কেজি, চিড়া ১ কেজি, সয়াবিন ১ লিটার, খেঁজুর ৫০০ গ্রাম, ট্যাং ২৫০ গ্রাম, পেঁয়াজ ২ কেজি, মটর ডাল ১ কেজি, সেমাই ১ পেকেট, চিনি ১ কেজি।
আবুল খায়ের সেলিম বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আমার ব্যক্তিগত তহবিল থেকে পবিত্র রমজান উপলক্ষে ৫৫০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি। আগামীতেও এমন কর্মসূচি অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।