:: চলমান রিপোর্ট:: প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে কোভিড-১৯ টিকা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ ডিসেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গণটিকার আওতায় কলেজের ৮০০ শিক্ষার্থীকে প্রথম ডোজ টিকা প্রদান করা হয়। এ টিকা কার্যক্রম অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে রেড ক্রিসেন্টের ভলেন্টিয়ায়ার সদস্যরা। কলেজ পর্যায়ে টিকা পেয়ে উচ্ছাস প্রকাশ করতে দেখা যায় কলেজের ছাত্রছাত্রীদের।
একাদশ শ্রেণীর ছাত্র মুজাহিদুল ইসলাম জানায়, সারাদেশে ১৮ উধ্বরা এনআইডির মাধ্যমে টিকা পেলেও আমারা শিক্ষার্থীরা টিকা কার্যক্রম আওতার বাইরে ছিলাম। ইতোমধ্যেই আমাদের নিয়মিত ক্লাস চলছে। ভ্যাকসিন ছাড়াই আমরা এতোদিন ক্লাস করেছি। মনে একটা ভয় ছিলো। কিন্তু টিকার প্রথম ডোজ পেয়ে আমরা খুশি।
দ্বাদশ শ্রেণীর ছাত্রী নাজনীন আক্তার জানায়, অনেকদিন ধরে শুনছিলাম আমরা শিক্ষার্থীরা টিকা কার্যক্রমের আওতাভুক্ত হবো। দীর্ঘদিন অপেক্ষার পর কলেজপর্যায়ে প্রথমডোজ ভ্যাকসিন নিতে পেরেছি। ইনশাআল্লাহ আমরা এখন নির্ভয়ে ক্লাস করতে পারব।
কলেজ পর্যায়ে সরকারি উদ্যোগে ভ্যাকসিন প্রদান কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে কলেজের অধ্যক্ষ আবচার উদ্দিন বলেন, সরকারের এই ভ্যাকসিন কার্যক্রম সত্যিকার অর্থেই প্রশংসার দাবিদার। আমি সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে ধন্যবাদ জানাচ্ছি। টিকা প্রদান করা হলেও আমরা ছাত্রছাত্রীদের মাস্ক পরিদানের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছি। করোনা প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতার কোন বিকল্প নেই।
ভ্যাকসিন প্রদান কার্যক্রমে এ সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য পরিদর্শক শহিদউল্লাহ, সহকারী স্বাস্থ্য পরিদর্শক শাহাদাৎ কবির, স্বাস্থ্য সহকারী তোফয়েল আহম্মদ ও বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের সি.এইচ.সি.পি সহ প্রমুখ।