প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মায়ানী ছাত্রলীগের একগুচ্ছ কর্মসূচি

top Banner

ফিরোজ মাহমুদ

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলে কর্মসূচি।

এসময় পরিদর্শন করেন, মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিলো প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ ও আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের ৫শতাধিক শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় ও থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতা তৈরি করণর কর্মসূচি, রচনা প্রতিযোগিতা, বৃক্ষ রোপণ কর্মসূচি, এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ, আনন্দ র‍্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ এবং সব শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩ নং মায়ানী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার কবির আহম্মদ নিজামী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুল, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ নুরুল আফসার।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা, যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল, যুগ্ম আহ্বায়ক মিঠুন শর্মা।
এসময় আরো উপস্থিত ছিলেন, মায়ানী ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি অহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরের ছাপা নয়ন, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন রিয়াদ, ইউপি সামছুদ্দোহা সহ ছাত্রলীগ যুবলীগের নেতৃবৃন্দ।

আরো খবর