
চলমান রিপোর্ট:
মিরসরাইয়ে স্বেচ্ছাসেবী সংগঠন প্রজন্ম মিরসরাই ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যােগে কোরবানির রান্না করা মাংস প্রতিবন্ধিদের মাঝে বিতরণ করা হয়েছে।

সোমবার ( ১১ জুলাই) দুপুরে মিরসরাই উপজেলা প্রশাসন ও স্বেচ্ছসেবী সংগঠন প্রজন্ম মিরসরাই এর উদ্যোগে ১৫০ জন প্রতিবন্ধী পরিবার এর জন্য রান্না করা এসব গরু মাংস বিতরণ করা হয়।
প্রজন্ম মিরসরাই এর সভাপতি নুপুর দাশের সভাপতিত্বে, অনুষ্ঠানের আহবায়ক মো. মহসিন এর সমন্বয়ে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল।