পিতার অস্ত্র দিয়ে ছেলের আত্মহত্যা!

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) মহিন উদ্দিনের নামে ইস্যু করা অস্ত্রের গুলিতে তার ছেলে মো. মাহিন (১৯) আত্মহত্যা করেছে।

শুক্রবার ( ২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে আকবর শাহ থানার সিটি গেইট শাপলা আবাসিক এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে। মাহিন এইচএসসি পাস করেছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, পারিবারিক কলহের জেরে বাবা জুমার নামাজ পড়তে গেলে ছেলে মাহিন পিস্তল দিয়ে নিজের ডান বুকে গুলি করে। এ অবস্থায় প্রতিবেশীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে আসেন। পরে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

আরো খবর