পার্বত্যাঞ্চলের তিন গুণী সাংবাদিকদের সংবর্ধনা দিলো খাগড়াছড়ি প্রেসক্লাব

top Banner

। রতন বৈষ্ণব ত্রিপুরা।

ঐতিহ্যবাহী খাগড়াছড়ি প্রেসক্লাব এর অন্তবর্তীকালীন কমিটির সাধারণ সভা ও পার্বত্যাঞ্চলের গুণী সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠান স্বতঃস্ফূর্তভাবে তিন জেলার সাংবাদিকদের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপি খাগড়াছড়ি জেলা শহরের অফিসার্স ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুণী সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য ও পার্বত্য জেলা রাঙ্গামাটি থেকে প্রকাশিত দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, গুণী সাংবাদিক এ. কে. এম. মকছুদ আহমেদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ এবং জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা রাঙ্গামাটি থেকে প্রকাশিত দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, গুণী সাংবাদিক এ. কে. এম. মকছুদ আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, পাহাড়ের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের জন্য সাংবাদিকরা সততার সহিত কাজ করবে এবং অতীত-বর্তমানের যেকোন কাজকে ক্রসচেকের মাধ্যমে মূল্যায়ন করে বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ পরিবেশন করতে হবে।

উদ্বোধনী বক্তব্যে এ. কে. এম. মকছুদ বলেন, পাহাড়ের স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সাংবাদিকদের কোন পক্ষ না নিয়ে লেখনীর মাধ্যমে ভূমিকা রাখার আহবান জানান।

অনুষ্ঠানে খাগড়াছড়ি প্রেসক্লাবের অন্তবর্তীকালীন কমিটির সহ-সভাপতি মোহাম্মদ জহুরুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী খাগড়াছড়ি জেলা শাখার আমীর সৈয়দ আবদুল মোমেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, গুণী সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবসার, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জাহিদ হাসান। এসময় বিভিন্ন রাজনীতির নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও জেলা-উপজেলার সাংবাদিক প্রমূখ।

খাগড়াছড়ি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম রাজু এর সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেসক্লাবের অন্তবর্তীকালীন কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. জসীম উদ্দিন মজুমদার। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব ও প্রকৌশলী নির্মল কান্তি দাশ, বাংলাদেশ মারমা উন্নয়ন সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য মংপ্রু চৌধুরী, খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রাক্তন সদস্য অনিমেষ চাকমা রিংকু, সাবেক জেলা তথ্য অফিসার সুরেশ মোহন ত্রিপুরা, বিশিষ্ট ঠিকাদার রবি শংকর তালুকদার, গুইমারা প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল আলম, মহালছড়ি প্রেসক্লাবের সভাপতি দীপক সেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের অন্তবর্তীকালীন কমিটির সহ-সভাপতি এইচ এম প্রফুল্ল, তরুণ সাংবাদিক সমির মল্লিক।
অপরদিকে- ২য় অধিবেশনে খাগড়াছড়ি প্রেসক্লাবের অন্তবর্তীকালীন কমিটির সদস্য মোঃ নাজিম উদ্দীন এর সঞ্চালনায় সাধারণ সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি প্রেসক্লাবের অন্তবর্তীকালীন কমিটির সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য। এতে স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেসক্লাবের অন্তবর্তীকালীন কমিটির এ্যাড. জসীম উদ্দিন মজুমদার। পরে অর্থ সম্পাদক রিপন সরকার বাজেট সংক্রান্ত তথ্য প্রেস করেন।

আরো খবর