খাগড়াছড়ি ব্যুরোঃ
শান্তি, উন্নয়ন, প্রত্যাশা আর অস্ত্রবাজি একসঙ্গে সম্ভব নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। পার্বত্যঞ্চলে সশস্ত্র সংগঠনগুলোকে অস্ত্র পরিহারের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, পাহাড়ে উন্নয়নের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পাহাড়ে শান্তির পরিবেশ সৃষ্টি করতে পারলে উন্নয়ন বহুমাত্রায় বেড়ে যাবে।
রোববার (২০ মার্চ) খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের আয়োজনে তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খাগড়াছড়ির নয়টি উপজেলা, তিনটি পৌরসভা ছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সাংগঠনিক নেতারা এতে অংশ নেন। প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা।
মাহবুব-উল আলম হানিফ বলেন, দেশের মানুষ এখন আর অশান্তিতে থাকতে চায় না। আমরা চাই পাহাড়ের মানুষও সারাদেশের সঙ্গে তাল মিলিয়ে অনেক দূর এগিয়ে যাবে। পাহাড়ে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় থাকলে পাহাড়ে অস্ত্রের ঝনঝনানি থাকবে না।
তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় দেশকে ভিক্ষুকের দেশ বানিয়ে গিয়েছিল। সেই ভিক্ষুক থেকে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করছে শেখ হাসিনা সরকার। আ’লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে দেশ শুধু সামনের দিকে এগিয়ে যেতে থাকবে।
বিএনপি গণতন্ত্রের নামে আন্দোলন করে জনগণকে তাদের অতীত ভোলানোর চেষ্টা করছে উল্লেখ করে হানিফ আরও বলেন, বিভিন্ন মেগা প্রকল্পের মতো উন্নয়নে আ’ লীগ সরকারের কাছে পরাজয় নিশ্চিত জেনে বিএনপি-জামায়াত নির্বাচন নিয়ে অবান্তর প্রশ্ন তুলছে।
প্রতিনিধি সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। তৃণমূল প্রতিনিধি সভায় আ’লীগের ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কেন্দ্রীয় আ’লীগের সদস্য দীপঙ্কর তালুকদার ও আ’লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এসময় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। উন্নয়নের সরকার মানেই শেখ হাসিনার সরকার। আ’লীগ সরকারের আমলে যেসব উন্নয়ন হয়েছে তা দৃশ্যমান। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, আমাদের আস্থা এবং বিশ্বাসের ঠিকানা জয় বাংলা। বঙ্গবন্ধুর এক আঙুলের ইশারায় আমরা স্বাধীন দেশ পেয়েছি। আমরা বিজয়ের ঠিকানা খুঁজে পেয়েছি। ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কাজে লাগাতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে মনে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
এই প্রতিনিধি সভায় জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণবিক্রম ত্রিপুরা, কল্যাণ মিত্র বড়ুয়া, সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।