নিজস্ব প্রতিবেদক:
মিরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে সাহিদা আক্তার (২৮) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। বুধবার (৬ অক্টোবর) সন্ধ্যায় জোরারগঞ্জ থানা পুলিশ উপজেলার কাটাছরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পশ্চিম দূর্গাপুর গ্রামের আরবআলীর বাড়ী থেকে লাশ উদ্ধার করেছে। পারিবারিক কলহের জেরে সাহিদা আক্তার আত্মহত্যা করেছে বলে জানা গেছে। সাহিদা আক্তার ওই গ্রামের সোহেল ইসলামের স্ত্রী। তাদের ২টি ছেলে সন্তান রয়েছে।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন বলেন, পারিবারিক কলহের কারণে সাহিদা আক্তার আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘরের তীরের সাথে ওড়না পেছিয়ে সে আত্মহত্যা করে। সুরতহালে তার গলায় ওড়না পেছানোর দাগ ছিলো। বৃহস্পতিবার ময়না তদন্ত শেষে লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।