চলমান রিপোর্ট
যুক্তরাষ্ট্রে বিএনপিতে সরকার বিরোধী আন্দোলন সংগ্রামের অন্যতম নেতা ও তারেক রহমান সংগ্রাম পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি পারভেজ সাজ্জাদ যুক্তরাষ্ট্র বিএনপির ‘স্বাধীনতার ৫০ বছর সুবর্ণজয়ন্তী’ কমিটির যুগ্ন আহবায়ক মনোনীত হয়েছেন।
আহবায়ক মনোনীত হয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান এবং সদস্য সচিব মনোনীত হয়েছেন সাদেক হোসেন খোকা স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা মিজানুর রহমান মিল্টন, অপর যুগ্ন সদস্য সচিব মনোনীত হয়েছেন জাতীয়তাবাদি ফোরাম যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক মোতাহার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবদুস সালাম গত ১২ এপ্রিল নিউইয়র্কের উডসাইট এর কুইন্স প্যালেসে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে তাদের নাম ঘোষনা করেন। আবদুস সালাম ঢাকা থেকে এ বিষয়ে তালিকা প্রকাশ করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন।
একই কমিটিতে সিনিয়র যুগ্ন আহবায়ক হিসাবে দায়িত্ব পেয়েছেন সাবেক আর্ন্তজাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক গিয়াস আহমেদ ও অপর যুগ্ন আহবায়ক বিএনপি নেতা শারাফাত হোসেন বাবু, বিএনপি নেতা অধ্যাপক দেলোয়ার হোসেন। এ ছাড়া সুবর্ণজয়ন্তী কমিটিতে প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আর্ন্তজাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, বিএনপির অপর নেত্রী সহ আর্ন্তজাতিক সম্পাদিকা কণ্ঠ শিল্পী বেবী নাজনীন। উল্লেখ্য, গত একযুগ আগে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি ভেঙ্গে দেওয়ার পর আর কোন কমিটি গঠন করা হয়নি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ৫০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সুবর্ণ জয়ন্তী কমিটি পেয়ে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা খুশি। বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবদুস সালাম জানান, সুবর্ণজয়ন্তী কমিটির নেতারা যদি ভাল করতে পারেন তাহলে শীঘ্রই যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি ঘোষনা করবেন।