
আজমপুর বাজার সংলগ্ন মরগাং তাফসীরুল কোরআন মাহফিল আগামী ২১ মার্চ সোমবার অনুষ্ঠিত হবে। আজমপুর বাজার সংলগ্ন ব্রীজের উত্তর পাশের বিশাল মাঠে ৫ম বারের মতো এ মাফফিলের আয়োজন করছে পশ্চিম মরগাং এলাকাবাসী। এ মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মদিনাতুল উলুম কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস ড. মুফতি আবুল কালাম আজাদ বাশার। বিশেষ ওয়ায়েজ হিসেবে উপস্থিত থাকবেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও নিজকুঞ্জরা ফাজিল মাদরাসার আরবি প্রভাষক হযরত মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন আনসারী, সোনাগাজী ফাজিল মাদরাসার আরবি প্রভাষক হযরত মাওলানা হারুনুর রশিদ, ঐতিহাসিক ছুটি খাঁ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম তৌহিদী।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৫ নং ওচমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মফিজুল হক।
উল্লেখ্য, তাফসীরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করবেন ৫ নং ওসমানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহ আলম।