
শিহাব উদ্দিন শিবলু
মিরসরাই উপজেলার খৈয়াছরা ইউনিয়নের পশ্চিম খৈয়াছরা এলাকার মোহনা স্টেডিয়াম মাঠে পশ্চিম খৈয়াছরা প্রিমিয়ার লীগের দ্বিতীয় আসরের ফাইনাল খেলায় সাফিন টেইলার্সকে ট্রাইবেকারে হারিয়ে বুলেট কিং চ্যাম্পিয় হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় ম্যাচ সেরা হয়েছেন বুলেট কিংয়ের খেলোয়ার্ড মো. নাইম।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু।
এসময় রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক একরামুল হক সোহেল, আজাদ রুবেল, জাফর ইকবাল নাহিদ, মিথুন শর্মা, নিজামপুর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম আরিয়ান, ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মশিউর রহমান নিপুল, মো. রিয়াজ উদ্দিন, মো. ইউসুফ, মো. ফরহাদ, নাহিদুল হাসান প্রমুখ।
সবশেষে খেলায় বিজয়ী এবং পরাজিত দলকে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্যরা।