পদ্মা সেতুর উদ্বোধনে খৈয়াছড়া ইউনিয়নে আনন্দ শোভাযাত্রা

top Banner

শিহাব উদ্দিন শিবলু: স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দেশরত্ন শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা শেষে দোয়া ও মুনাজাত করা হয়েছে।

শনিবার (২৫ জুন) বিকাল ৫ টায় বড়তাকিয়া বাজার প্রাঙ্গন থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বড়তাকিয়া প্রাঙ্গনে এসে শেষ হয়। র‌্যালি শেষে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক জুনু,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম সরওয়ার খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবের আহম্মেদ নিজামী,মিরসরাই উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মাহফুজুল আলম মাহফুজ, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের যগ্ম আহবায়ক আবু হাসনাত জামিল , খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা সহ ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।

আরো খবর