চলমান রিপোর্ট :
মিরসরাই সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শামছুল আলম দিদারকে সমর্থন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন দুই বিদ্রোহী প্রার্থী। শুক্রবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন মনোনয়ন বঞ্চিত দুই বিদ্রোহী প্রার্থী মোঃ সাইফুল্লাহ দিদার ও খায়রুল বাশার ফারুক।
মোঃ সাইফুল্লাহ দিদার (ঘোড়া প্রতীক) বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণীত হয়ে আমি আওয়ামী লীগের রাজনীতি করেছি। দলের তৃণমূল থেকে ছাত্রলীগের রাজনীতি করে আওয়ামী লীগের রাজনীতি করছি। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির প্রতি সম্মান রেখে ও দলের প্রতি আনুগত্য প্রকাশ করে আমি নির্বাচন থেকে সরে আসছি। আগামী ১১ নভেম্বর নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে আমি ও আমার কর্মী সমর্থকরা কাজ করবো। প্রিয় অভিভাবক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আমাকে কথা দিয়েছেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমাকে দলীয় মনোনয়ন দিবেন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত আরেক স্বতন্ত্র প্রার্থী খায়রুল বাশার ফারুক (আনারস প্রতীক)ও নৌকা প্রতীকের প্রার্থী শামছুল আলম দিদারকে সমর্থন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
তবে ইউনিয়নটিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী আজম খান চশমা প্রতীকে প্রতিদ্বন্ধিতা করছেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, আওয়ামী লীগ বৃহৎ দল। সকল নেতাকর্মীর ত্যাগ আর পরিশ্রমে দল আজ এ অবস্থানে এসেছে। নির্বাচনে অনেকে দলীয় মনোনয়ন চেয়েছেন। দল একজনকে মনোনয়ন দিয়েছেন। আজ একজন মনোনয়ন পেয়েছেন আগামীবার আর একজন পাবেন। তাই সবাইকে দল মনোনীত নৌকা প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। উন্নয়নের জন্য নৌকার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরো বলেন, উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়ন ও ১২নং খইয়াছড়া ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীর প্রতিদ্বন্ধী হিসেবে যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন নৌকাকে সমর্থন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য তাদের সাথে আলোচনা চলছে। নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে দলীয় কোন প্রার্থী দেওয়া হয়নি। এটি উন্মুক্ত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজ উদ দৌলা, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, যুগ্ম সম্পাদক এরাদুল হক নিজামী ভুট্টো, দপ্তর সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন, সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক, সদস্য কংকন দে, জুয়েল চৌধুরী, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদ আহমদ আরজু প্রমুখ।