চলমান রিপোর্ট
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে স্বাধীনতাবিরোধী অপশক্তি কর্তৃক দেশব্যাপী নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। রবিবার (২৮ মার্চ) সকালে মিরসরাই উপজেলা ছাত্রলীগের দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে উপজেলা ছাত্রলীগ।
মিছিলটি ছাত্রলীগের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার নিজ দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে ছাত্রলীগের শীর্ষ নেতারা সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন।
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানার সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশের সার্বিক পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফুর রহমান,যুগ্ম আহ্বায়ক মিথুন শর্মা,সদস্য রিফাত হোসেন সাদ্দাম। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক এমরান হোসেন সোহেল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক উপ ধর্ম বিষয়ক সম্পাদক মেজবা উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তুরিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ,সাবেক ছাত্রলীগ নেতা শেফায়েত রিপন, মিরসরাই উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি রবিউল হোসেন রায়হান সাধারণ সম্পাদক নাহিদুল হাসান রাবিব, নিজামপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম আরিয়ান,১৬ নং সাহেরখালি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ টিটু, ১৩ নং মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন রিয়াদ, ১০ নং মিঠানালা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিল্লু, ৬ নং ইছাখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহসিন পিংকু, ৫ নং ওসমানপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মোঃহাসান, ১১ নং মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক শামীম, ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রলীগ আহ্বায়ক মাসুদ করিম রানা বলেন, ১৯৭১ সালে পাকিস্তানিরা লুটপাট করেছিল, স্বাধীনতাবিরোধী অপশক্তি সেই একই পন্থা অনুসরণ করে দেশজুড়ে তাণ্ডব চালাচ্ছে। মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের তারা অপসংস্কৃতি, দেশবিরোধী কর্মকাণ্ড শিখিয়ে এই মৌলবাদি শক্তি অরাজকতা করাচ্ছে। এই মৌলবাদি গোষ্ঠী লেবাস ধারণ করে ইসলামের বিপক্ষে কাজ করছে, ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে তাদের মাঠে নামাচ্ছে।যদি মিরসরাইতে মাঠে নামে তাহলে আমরা মিরসরাই উপজেলা ছাত্রলীগ এটা প্রতিহত করার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।