নেই রোনালদো, হারলো জুভেন্টাস

ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লিখিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। খেলা হয়নি তার গত রাতের ম্যাচ। যেখানে সিরি আতে মাঠে নেমেছিল জুভেন্টাস। জয় আসেনি। উল্টা নবাগত দল এম্পোলির কাছে হেরেই গেছে গত মৌসুমের রানার্স আপরা।

আলিয়াঞ্জ স্টেডিয়ামে শনিবার রাতে ১-০ গোলে জিতেছে এম্পোলি। রোনালদোকে ছাড়া প্রথমবার খেলতে নেমেই হারের তেতো স্বাদ পেল জুভেন্টাস। লিগের প্রথম ম্যাচে উদিনেসের সাথে ২-২ গোলে ড্র করেছিল দলটি। এবার হেরেই গেল।

বল দখল, আক্রমণ, সব দিক থেকেই এগিয়ে ছিল জুভেন্টাস। ধারার বিপরীতে ২১ মিনিটে লিড নেয় এম্পোলি। কাছ থেকে গোলটি করেন দলটির অধিনায়ক লিওনার্দো মানকুসো।

৫৮ মিনিটে পাওলো দিবালার ফ্রি কিক উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে। যোগ করা সময়ে সুযোগ পান লোকাতেল্লি। কিন্তু তার শট পোস্টের বাইরে দিয়ে যায়। দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে নেমে গেছে জুভেন্টাস। ৬ পয়েন্ট নিয়ে লাৎসিও শীর্ষে, গতবারের চ্যাম্পিয়ন ইন্টার মিলানের অবস্থান দুইয়ে।

আরো খবর