নিজ অর্থায়নে ড্রেনের কাজ শুরু করলেন সোনা মিয়া চেয়ারম্যান

top Banner

নিজ অর্থায়নে ড্রেনের কাজ উদ্বোধন করেছেন হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনা মিয়া। মঙ্গলবার সকালে হিঙ্গুলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মেহেদীনগর সড়কের পাশে ড্রেনটি নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এসময় হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য রবিউল হোসেন শাহীন, কাতার প্রবাসী মো ইউসুফ নবী, ওমান প্রবাসী জসিম উদ্দিন, ব্যবসায়ী আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম, ছাত্রলীগ কর্মী তারিফ উপস্থিত ছিলেন।

জানা গেছে, হিঙ্গুলী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ মেহেদী নগর সড়কের পাশে ড্রেন না থাকায় বর্ষাকালে জলাবদ্ধতার সৃষ্টি হতো। স্থানীয় সরকার নির্বাচনের পর এলাকার লোকজন নতুন চেয়ারম্যান সোনা মিয়ার কাছে একটি ড্রেন নির্মাণের দাবি করেন। পরে তিনি ১৫০ ফুট ড্রেন নির্মাণের প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতি মোতাবেক মঙ্গলবার সকালে তিনি ড্রেন নির্মাণের কাজ উদ্বোধন করেন। ড্রেনটি নির্মাণে প্রায় ২ লাখ টাকা ব্যায় হবে। যা তিনি নিজ অর্থায়নে করবেন।

স্থানীয় রবিউল হোসেন শাহাীন বলেন, দক্ষিণ মেহেদী গ্রামের কয়েক হাজার মানুষের দীর্ঘ দাবি পূরণ করেছেন চেয়ারম্যান সোনা মিয়া। ইতিমধ্যে ওই এলাকায় রাস্তা ঘাটসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড চলছে। ড্রেনটি নির্মাণ হলে ওই গ্রামের একটি একটি মাদ্রাসার কয়েক শত শিক্ষার্থীসহ হাজার হাজার জনগন উপকৃত হবে।

হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনা মিয়া সওদাগর বলেন, আমি দায়িত্ব নিয়েছি বেশি দিন হয়নি। তবুো চেষ্ঠা করছি ভালো কিছু করার। মঙ্গলবার নিজ অর্থায়নে দক্ষিণ মেহেদীনগর গ্রামো একটি ড্রেন নিমাণের কাজ শুরু হয়েছে। এছাড়া আরো কিছু কাজ চলমান রয়েছে।

আরো খবর