নিজামপুর চারতারা সিএনজি চালক কল্যান সমিতির নির্বাচন সম্পন্ন বাহার সভাপতি, ডিপটি সাধারণ সম্পাদক নির্বাচিত
মিরসরাইয়ের নিজামপুর চারতারা সিএনজি চালক কল্যান সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সরকারহাট নজরআলী রূপজান উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচেন ৯টি পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন। ভোট গননা শেষে প্রাপ্ত ফলাফলে সভাপতি পদে মো. বাহার আলম (চাকা) ও সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন ডিপটি (ফুটবল) নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিদর্শন করেন সমিতির প্রধান উপদেষ্টা, মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন সেলিম চেয়ারম্যান সহ বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আর্কিটেক্ট মোসলিম উদ্দিন, প্রিজাইডিং অফিসার জাবেদ আলী, সহকারী প্রিজাইডিং অফিসার নেজায়াউল করিম, সহকারী নির্বাচন কমিশনার মাঈন উদ্দিন ও নির্বাচন পরিচালনার সার্বিক সহযোগিতা করেন মো. শাহজাহান।
নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রিফাত (বই), সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন শফিউল আলম ফকির (সাইকেল), অর্থ সম্পাদক রবিউল হোসেন (দোয়াত কলম), লাইন সম্পাদক মো. সাইফুল ইসলাম (পদ্মফুল), প্রচার সম্পাদক আবদুল মান্নান (আপেল), ক্রীড়া সম্পাদক মো. রাসেল (কাপ-পিরিচ), সদস্য পদে মোহাম্মদ ইউসুফ (কাঁঠাল) নির্বাচিত হয়েছেন
প্রধান নির্বাচন কমিশনার আর্কিটেক্ট মোসলিম উদ্দিন জানান, উৎসবমুখর পরিবেশে নিজামপুর চারতারা সিএনজি চালক কল্যান সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ২৪৮ জন ভোটারের মধ্যে ২০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ৯টি পদের বিপরিতে ২১ জন প্রতিদ্বন্ধিতা করেছেন।