নিখোঁজের ৩দিন পর আরো এক পর্যটকের লাশ উদ্ধার

top Banner

ফিরোজ মাহমুদ

অবশেষে নিখোঁজ পর্যটক তৌফিক আহমেদ তারেককে উদ্ধার করা হয়েছে। তবে জীবিত নয়! উপজেলার খৈয়াচড়া ইউনিয়নের দুয়ারু এলাকার নাপিত্তাছড়া খাল থেকে তার মৃত দেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

মঙ্গলবার (২১ জুন) সকাল ১০টায় স্থানীয় দুয়ারু এলাকার নাপিত্তাছড়া খাল একটি লাশ পানিতে ভাসছে দেখে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে মিরসরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

নিহত তৌফিক আহমেদ তারেক চট্টগ্রামের ইস্পাহানি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। সে মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের হাবিলদার বাসা এলাকার বাসিন্দা। তারা চট্টগ্রামের হালিশহর বি-ব্লকে একটি ভাড়া বাসায় থাকতো।

এদিকে এনিয়ে ৩দিনের ব্যবধানে ঝর্ণায় ঘুরতে যাওয়া ৩জন পর্যটকের মৃত্যু হওয়ায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এর আগে গত রোববার (১৯জুন) বেলা ১১টায় নাপিত্তাছড়া ঝর্ণায় ৩ সহপাঠী মিলে ঘুরতে যায়। তাদের মধ্যে তৌফিক আহমেদ তারেক ও মাসুদ আহমেদ তানভীর আপন দুই ভাই। অপরজন মো. ইশতিয়াক উর রেহমান খান। রোববার ইশতিয়াক উর রেহমান খানের লাশ পাওয়া গেলেও অপর দুই ভাই নিখোঁজ থাকেন। পরে সোমবার বিকাল ৪টায় একটি ছড়া থেকে মাসুদ আহমেদ তানভীরের লাশ উদ্ধার করা হয়৷ এরপর আজ মঙ্গলবার সকাল ১০টা নাগাদ তৌফিক আহমেদ তারেকের লাশ উদ্ধার করা হয়।

এবিষয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে খৈয়াছড়া ইউনিয়নের দুয়ারু এলাকার নাপিত্তাছড়া খাল থেকে তৌফিক আহমেদ তারেকের লাশ উদ্ধার করেছি। উপস্থিত নিহতের সহপাঠীরা তার লাশ সনাক্ত করেছে। আমরা উদ্ধার করে মিরসরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।

আরো খবর