অনন্যা চৌধুরী কোয়েনা
আমি ও নারী,
পাশের বাড়ীর মেয়েরাই ও আড় চোখে তাকায়।
আমি ও নারী,
একা একা কেন রাত ১২টায় বাইরে থাকবে।
আমি ও নারী,
অন্য নারীর উষ্ণতা দেখানোর লক্ষ্যন গুলো
হয়তোবা আমারই পছন্দ নয়।
আমি ও নারী,
বিপত্নীক নারীর বিয়ে আমাকে ও ভাবিয়ে তোলে।
আমিও নারী,
ওড়না বিহীন আমাকে দেখে অনেক মেয়েই মুখ ঘুরিয়ে নেয়।
আমিও নারী,
অন্য নারীর বৈরিভাব আমাকে ও উদ্বিগ্ন করে।
আমিও নারী,
আমার চোখ হয়তোবা অন্য নারীর সাফল্য
সহজে মেনে নিতে পারি না।
আমিও নারী,
সমাজ কে পেছনে ফেলে নয়,
সমাজ কে সঙ্গী করে এগিয়ে যাওয়ার গল্পে
অংশ হতে হবে আমাকেও।
নারীর পাশে নারীর অবস্থান নারীকে দৃঢ়তার যোগান দেয়।
আমিও নারী
তাই নিজেকে নিয়ে ভাবতে হয়,
নিজেকে নিজের ভালোবাসতে হয়।
আমিও নারী
তাই এতটা স্বাধীনচেতা হওয়ার পরও।
নিজের আর নিজের পরিবারের দিকে তাকিয়ে
অনেক কিছুই মেনে নিতে হয়।
আমি ও নারী
তাই আত্মসংযম আর আত্মসম্মান এর দিকে তাকিয়ে
অনেক সময় আত্মার আত্মাহুতি দিতে হয়।
আমিও নারী
তাই ভাবছি আর কত
কেন,
কিসের স্বপ্ন ভাঙ্গার ভয় লাগে আমাদের