মিরসরাই উপজেলা ছাত্রলীগের অন্তর্গত ৪ নং ধুম ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছে আরশে আজিম শিবলু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে তৌহিদুর রহমান রাকিব।
বুধবার (৪ জানুয়ারি) উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয়া হয়।
এতে সহ নির্বাচিত অন্যান্যরা হলেন, সভাপতি সাজ্জাদ হোসেন সম্রাট, সহ সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম তপু, সহ সভাপতি মোহাম্মদ শুভ, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আবির, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক আরমান খান আবির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন ফাহাদ সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজ, প্রচার সম্পাদক ইয়াসির আরাফাত উপ প্রচার সম্পাদক কামরুল ইসলাম সম্রাট।
উপজেলা ছাত্রলীগের সদস্য নির্বাচিত হয়েছে তৌকির আলম অনিক, সোহেল হাসান,নাজমুল হোসেন, ইকবাল ইয়াসিন পিয়াল, ইমাম হাসান।