দেড় হাজারেরও অধিক মাদ্রাসা ছাত্র ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ

::চলমান রিপোর্ট::
মিরসরাইয়ে প্রবাসী ব্যবসায়ী ফখরুল ইসলাম খান সিআইপি প্রতিষ্ঠিত খান কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ৬৫ জন প্রতিবন্ধিসহ ১ হাজার ৬শ’ মাদ্রাসা ছাত্রের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় উপজেলার বারইয়ারহাট খান সিটি সেন্টারে মানবিক সাহায্য ও সহযোগিতা কার্যক্রমের অংশ হিসেবে এসব কম্বল বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে খান কল্যাণ ট্রাস্ট্রের কর্মকর্তা দ্বীন মোহাম্মদ ও নোমানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ধুম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহির উদ্দিন ইরান, বিশেষ অতিথি ছিলেন, মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সিনিয়র সাংবাদিক রাজু কুমার দে, সাংবাদিক আনোয়ারুল হক নিজামী, খান কল্যাণ ট্রাস্ট্রের কর্মকর্তা জিয়া উদ্দিন বাবলু, জিয়াউর রহমান প্রমুখ।

উল্লেখঃ এক দুই মাস যাবৎ খান কল্যাণ ট্রাস্ট্রের উদ্যোগে মিরসরাই সহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার দুঃস্থ, সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে।

আরো খবর