চলমান রিপোর্ট
লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সনাক্তের হার। বৃহষ্পতিবার ১ দিনে করোনা সনাক্তের দিক থেকে ছাড়িয়ে গেছে সব রেকর্ড। এদিন সারা দেশে করোনা আক্তান্ত হয়েছে ৬ হাজার ৪৬৯ জন। ২৯ মার্চ একদিনে শনাক্ত হয়েছিলো ৫ হাজার ১৮১ জন। এ নিয়ে দেশে মোট করোনা সংক্রমণ শনাক্ত হলো ৬ লাখ ১৭ হাজার ৭৬৪টি।
গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মৃত্যু হয়েছে ৫৯ জনের। গত বছরের ৩০ জুন দেশে একদিনে সর্বোচ্চ ৬৪ জন মারা গিয়েছিলেন।
বৃহস্পতিবার (১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে মোট ২২৬টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদিন মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৮ হাজার ১৯১টি, নমুনা পরীক্ষা হয়েছে ২৮ হাজার ১৯৮টি। এ নিয়ে দেশে মোট ৪৬ লাখ ৯৮ হাজার ৭৭৪টি নমুনা পরীক্ষা করা হলো। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩৫ লাখ ৫২ হাজার ৭৮৮টি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১১ লাখ ৪৫ হাজার ৯৮৬টি নমুনা পরীক্ষা হয়েছে।