দুর্বার প্রগতি সংগঠনের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

top Banner

চলমান রিপোর্ট

মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার প্রগতি সংগঠন এর উদ্যোগে ৩০ এপ্রিল শনিবার মলিয়াইশ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ১০ম বার্ষিক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

দুর্বার’র এ ইফতার মাহফিলে মীরসরাইয়ের বিভিন্ন স্তরের প্রায় সাতশতাধিক ব্যাক্তিবর্গ অংশ নেয়। সংগঠনের সভাপতি মহিবুল হাসান সজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত চৌধুরীর সঞ্চালনায় মাহফিলে প্রধান ওয়ায়েজিন ছিলেন মাওলান মুহাম্মাদ শহীদুল ইসলাম ও বিশেষ ওয়ায়েজিন ছিলেন মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন। মাহফিল আয়োজক পরিষদের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ ও সদস্য সচিব আলী হায়দার চৌধুরীর পরিচালনায় মাহফিলে অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার এম এ কাশেম, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়ের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, হিতকরী যুব সংঘের প্রতিষ্ঠাতা পরিচালক শহীদুল ইসলাম রয়েল, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দীন।

এসময় অন্যান্যদের মাঝে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিপুল দাশ, উপজেলা আওয়ামীলীগের সদস্য নিজাম উদ্দিন, রাঙ্গুনিয়া ডিগ্রী কলেজের সভাপতি একরামুল হক, মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের প্রচার সম্পাদক মেহেদী হাসান, সোনালী ব্যাংক কর্মকর্তা ইফেতেখার হোসাইন রুমন্ত, বারইয়ার হাট ডিগ্রী কলেজের প্রভাষক মিনহাজ উদ্দিন, ঝংকার সংঘের সভাপতি হেদায়েত উল্লাহ, মিঠানালা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু নোমান, অভিযান ক্লাবের সহ সভাপতি মোহাম্মদ শওকত, আদর্শ বন্ধু ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি দীন মোহাম্মদ,অদম্য যুব সংঘের সহ সভাপতি নিয়াজ মুহাম্মদ সাজিদ, মধ্যম আমবাড়িয়া যুব সংঘের সভাপতি আলতাফ হোসেন, সৃজন যুব সংঘের সভাপতি আসিফুল ইসলাম, উত্তরণের সভাপতি এম সাঈদ, মীরসরাই প্রতিবন্ধী ব্যাক্তিদের উন্নয়ন সংগঠনের সভাপতি আকবর হোসেন, আদর্শ গ্রাম শেখটোলার প্রতিনিধি জামশেদ আলম তপু, দক্ষিণ আমবাড়িয়া সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ। এছাড়া সংগঠনের পৃষ্ঠপোষক, দাতা সদস্য, আজীবন সদস্য, প্রতিষ্ঠাতা, সদস্যবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাহফিলের শেষ পর্যায়ে বিশ্ব মুসলিম উম্মাহ ও বাংলাদেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।

আরো খবর