দুর্গাপূজা উপলক্ষে মিরসরাইয়ে স্বপ্নতরী-৭১ এর ফ্রী ব্লাড গ্রুপিং

চলমান রিপোর্ট

শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে ফ্রি ব্লাড গ্রুপিং আয়োজন করেছে মিরসরাইয়ের সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নতরী ৭১। বুধবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার বড়তাকিয়ায়াস্থ পচ্চিম খইয়াছরা কালিমাতা বিগ্রহ মন্দির প্রাঙ্গনে এ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল থেকে রাত পর্যন্ত সর্বমোট ১৯৬ জনের রক্তের গ্রুপ নির্ণয় ও ৫০০ সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।

খৈয়াছড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মুজিবুর রহমানের অর্থায়নে ও স্বপ্নতরী-৭১ এর সভাপতি খান মোহাম্মদ মোস্তফা’র তত্বাবধানে অনুষ্ঠিত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, ১২নং খইয়াছরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক (জুনু মেম্বার), অভিযান ক্লাবের সাধারণ সম্পাদক রিপন দাশ, কালিমাতা বিগ্রহ মন্দিরের সাধারণ সম্পাদক বাবু গোপাল চন্দ্র চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন স্বপ্নতরী-৭১ এর সাবেক সহ-সভাপতি নূর মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুন নবী, সহ-সভাপতি জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রুপম ইসলাম, অর্থ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসাইন, দপ্তর সম্পাদক মেশকাত হোসেন তাসিন, যুগ্ম- দপ্তর সম্পাদক লোকমান হোসেন,স্বাস্থ্য সম্পাদক, ফরহাদ হোসেন শান্ত, ধর্ম বিষয়ক সম্পাদক, মেহেদী হাসান, মানবাধিকার সম্পাদক মায়মুনা আক্তার মায়া, পরিবেশ বিষয়ক সম্পাদক মুমিনুল ইসলাম শরিফ, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক হৃদয় দাশ, কার্যকরী সদস্য সজীব শীল, সদস্য শাহাদাত হোসেন জিহাদ, ইকবাল হোসেন, নাজমুন নাহার বীথি, মো সজীব, আনোয়ার হোসেন, মোঃ সালমান, মোঃ রাকিবুল হাসান, মহিউদ্দিন নিশাত, রাকিবুল হাসান, মো আরিফ হোসেন প্রমুখ।

আরো খবর