মিরসরাই উপজেলার পূর্ব দুর্গাপুর গ্রামের মিঠাছরা এলাকায় নতুন মসজিদ ও ইসলামী শিক্ষাকেন্দ্র নির্মাণে এক লাখ টাকা অনুদান দিয়েছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট।
প্রস্তাবিত মসজিদ কমপ্লেক্স ও ইসলামী শিক্ষাকেন্দ্র নির্মাণের স্থান পরিদর্শন করে তিনি এ অনুদান প্রদান করেন।
পরিদর্শনে এসে নিয়াজ মোর্শেদ এলিট বলেন, সকলের অল্প অল্প অংশগ্রহণে মসজিদ নির্মাণের মতো মহৎ কর্মগুলো সফল করা সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে সারাদেশে মডেল মসজিদ নির্মাণের মতো অনুসরণীয় কাজগুলো হয়েছে। ইসলামী শিক্ষায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার পাশাপাশি ব্যক্তিগত সহযোগীতায় এধরনের মডেল মসজিদ নির্মাণে আমাদের এগিয়ে আসা উচিত।