দুবাই প্রবাসী মিরসরাইবাসীর মতবিনিময়

দুবাই সংযুক্ত আরব আমিরাত:

দেশের বাইরে অবস্থান করেও নিজের এলাকার মানুষের সুখ দুঃখের সাথে থাকা প্রবাসীরা এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রেখে থাকেন। জীবন জীবীকার টানে প্রবাসে থাকা লোকজনের সাথে নাড়ির সম্পর্ক টিকিয়ে রাখার কঠিন কাজ যারা করেন তাদের এলাকাবাসীও সম্মান ও ভালোবাসা দেখাতে ভুল করে না।

আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং প্রথম আলো উত্তর আমেরিকার চিফ রিপোর্টার মনজুরুল হককে নিয়ে সংযুক্ত আরব আমেরিকায় বসবাসরত মিরসরাই প্রবাসীদের এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেছেন। ১ অক্টোবর শারজা নগরীর স্থানীয় এক স্বদেশী রেস্তোরায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রবীণ প্রবাসী আবু তাহের।

দুবাই , শারজাহ সহ আশেপাশের নগরীতে বিপুল সংখ্যক প্রবাসীরা চট্টগ্রামের মিরসরাই এলাকার বাসিন্দা। এরমধ্যে কেউ কেউ চল্লিশ বছর থেকে পরিবার পরিজন নিয়ে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। আন্তর্জাতিক বিজনেস সামিটে প্রথম আলো উত্তর আমেরিকার পক্ষ থেকে যোগ দেয়া মনজুরুল হককে এলাকাবাসী ব্যাপকভাবে সংবর্ধনা প্রদান করেন। ফুলের তোড়া দিয়ে তাঁরা নিজের এলাকার সংবাদকর্মি মনজুরুল হককে শুভেচ্ছা জানান।

শুভেচ্ছার জবাবে মনজুরুল হক বলেন , বিশ্বের যেকোন স্থানে অবস্থান করলেও মানুষ নিজের এলাকাকে ভুলে যেতে পারে না। জীবনের শুরুতে মিরসরাইতে সাংবাদিকতা শুরু করে সুদূর নিউইয়র্কে এখন সাংবাদিকতা চালিয়ে গেলেও নিজের এলাকার মানুষদের কখনো ভুলে যাওয়ার অবকাশ নেই। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্টাতা সভাপতি আলহাজ্ব মাজহার উল্ল্যাহ মিয়া, মোঃ করিমুল হক, নাহিদ উদ্দীন ভূঁইয়া,মোঃ বাহার, জাফর আহম্মাদ, আলাউদ্দীন, মোহাম্মদ নিজাম, মোহাম্মদ নাছির উদ্দীন খোকন, মোঃ আবুল বাশার বাবলু, কাজী মোঃ ফিরোজ উদ্দীন, মোঃ গিয়াস উদ্দীন, এমডি সালিম,নুর নাহার, মোহাম্মদ রেজাউল করিম, শরিফুল ইসলাম খোকন, ,শাহ মোহাম্মদ মাকসুদ,সাইফুল ইসলাম,মোঃ হাবীব,মাইমুনা নিকি, মোহাম্মদ রফিক হোসেন , প্রথম আলো উত্তর আমেরিকার আবাসিক সম্পাদক ইব্রাহীম চৌধুরী, লেখক সাংবাদিক শেলী জামান খান , ভায়লা সালিনা , রোকেয়া দীপা , শান্তনু সাজ্জাদ , মোহাম্মদ , মোহাম্মদ সালাউদ্দিন হেলাল,তৌহিদুল আলম জিলানী, অজিত কুমার রায়, মোঃ হারুন আর রশিদ লিটন।

উল্লেখ্য অনুষ্ঠানের মূল আয়োজক ছিলেন সারজা ব্যবসায়ি ও কমিউনিটি এক্টিভিষ্ট মো: গিয়াস উদ্দিন, সহযোগীয় ছিলেন কমিউনিটি এক্টিভিষ্ট সালাউদ্দিন হেলাল।

আরো খবর