দুই খেলোয়াড়কে হাসপাতালে রেখে চ্যাম্পিয়ন করেরহাট উচ্চ বিদ্যালয়

top Banner



সেমিফাইনালে পরাজিত দলের সমর্থকদের হামলায় গুরুত্বর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে দুই খেলোয়াড়। সতির্থ দুই খেলোয়াড়কে হাসপাতালে রেখে মিরসরাইয়ে ফুটবল টুর্নামেন্ট খেলায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়। রবিবার (১১ সেপ্টেম্বর) বিকালে মিরসরাই স্টেডিয়ামে মঘাদিয়া নুরুল আবছার চৌধুরী উচ্চ বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে করেরহাট কামেনী মজুমদার উচ্চ বিদ্যালয়। শনিবার সেমিফাইনালে মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়কে পরাজিত করায় তাদের সমর্থকরা করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়দের উপর হামলা করে। হামলায় শ্রাবণ ও রাজা নামে দুই খেলোয়াড় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন রয়েছেন। তাদের ছাড়াই খেলতে হয়েছে ওই স্কুলকে।

রোববার খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলার চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খানের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সহ-সভাপতি করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাখাওয়াত উল্লাহ রিপন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন, ইছাখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল মোস্তফা, দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুল, মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফায়েল উল্লাহ চৌধুরী নাজমুল, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা সহ দুই স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।


উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান বলেন, চলতি মাসের ৪ সেপ্টেম্বর থেকে ৪৯ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা আন্তঃ বিদ্যালয় ও মাদরাসার ফুটবল টুনামেন্ট শুরু হয়। এতে উপজেলার ৫৭ টি স্কুল-মাদরাসা অংশগ্রহণ করে। প্রথমে ইউনিয়ন পর্যায়ে খেলা শুরু হয়। ইউনিয়ন পর্যায়ের চ্যাম্পিয়নদের নিয়ে উপজেলা স্টেডিয়ামে সেমিফাইনালের খেলা শুরু হয়। সেমিফাইনাল থেকে ফাইনালে প্রতিদ্বন্ধিতা করেন করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় বনাম মঘাদিয়ান নুরুল আবছার চৌধুরী উচ্চ বিদ্যালয়। করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ২-০ গোলে মঘাদিয়া নুরুল আবছরা চৌধুরী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। আগামিকাল (সোমবার) জেলা পর্যায়ে উপজেলার চ্যাম্পিয়ন দল প্রতিদ্বন্ধিতা করবে।
খেলা শেষে উভয় দলের অধিনায়কদের হাতে চ্যাম্পিয়ন ট্রপি ও রানার্সআপ টপি তুলে দেন প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিরা।

আরো খবর