দক্ষিণ আমবাড়িয়ার স্বেচ্ছাসেবী সংগঠন যুব কল্যাণ সংঘের নতুন কমিটি গঠন করা হয়েছে। মো. রবিউল হক খানসাবকে সভাপতি এবং আশরাফুল বারী অপুকে সাধারণ সম্পাদক করে আগামী ২ বছরের জন্য ২১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২ এপ্রিল) বিকালে সংগঠনের কার্যালয়ে কমিটি গঠনের পূর্বে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, খৈয়াছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য মো. হারুন, বীর মুক্তিযোদ্ধা মো. শফিউল্লাহ ও আমীর হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি রাকিব ইমাম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ রনি, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম নোবেল, অর্থ সম্পাদক নাজিম উদ্দিন রাজ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক সাজিদ খাঁন, সহ- ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক রাকিব হোসেন, সাহিত্য সম্পাদক আহমদের রহমান জনি, সহ-সাহিত্য সম্পাদক আসিফুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক আরমান হোসেন, সহ-সমাজ কল্যাণ সম্পাদক নূর ছাপা, ধর্ম বিষয়ক সম্পাদক এনামুল হক সাকিব, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মো. নবী, পাঠাগার সম্পাদক নাজিম উদ্দিন নাঈম, সহ-পাঠাগার সম্পাদক শাহরিয়ার হোসেন ঈমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফয়সাল মেহেদী, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক রেয়াজুল আরেফিন ফাহিম, দপ্তর সম্পাদক ইমরাত ইসলাম সামির, সহ-দপ্তর সম্পাদক রবিউল হোসেন সজিব।