তোহিদুল হক তুহিনের কবিতা

top Banner

জানি তুমি আসবেনা ফিরে
তবুও বসে আছি অপেক্ষার তীরে
তীর ভেঙে যায় আবার গড়ে
তবুও…
যাইনা আমি অপেক্ষার তীর ছেড়ে
থেকেছি, রইবো আছি এই তীরে
তবুও যাবোনা ফিরে
যখনই তোমার কথা মনে পড়ে
ঠিক তখনই
স্মৃতিগুলা দূয়ারে এসে কড়া নাড়ে,
অবশেষে বুঝলাম
তুমি আসবেনা
আমাদের স্মৃতিগুলাও মনে রাখলেনা
তবুও আমি তীর পেলে যাচ্চিনা
যে তীরে তুমি বলেছিলে আমায়,
তোমায় ছাডা আর পারছিনা।

আরো খবর