::চলমান রিপোর্ট::
আবুরহাট বাজারে অগ্নিকাণ্ডে ৩টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এঘটনায় নিজাম উদ্দীন নামের এক ব্যবসায়ী আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১ মার্চ) সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকাসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা দোকানীরা।
ক্ষতিগ্রস্তরা হলেন— তুলার দোকানের মালিক নিজাম উদ্দিন, ওয়ার্কসপ দোকানী আজিজুল হক এবং সাইকেল দোকানের মালিক শেখ ফরিদ।
ওয়ার্কসপ দোকানের মালিক আজিজুল হক জানান, তুলা প্রস্তুতের মেশিন থেকে হঠাৎ আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। এতে পাশ্ববর্তী দোকান গুলোতেও আঘাত হানে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিরসরাই স্টেশনের ডিউটি অফিসার ওসমান গনী জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। আমরা দীর্ঘ আধা ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তুলা প্রস্তুতের মেশিন থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এতে তিন দোকানীর প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং নগদ প্রায় ১০ লক্ষটাকা উদ্ধার করা হয়েছে।