তারেক রহমানের ‘ঈদ উপহার’ পেলেন মিরসরাইয়ে নিহত জসিম উদ্দিনের পরিবার

top Banner



নিজস্ব প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ঈদ উপহার পেয়েছেন মিরসরাইয়ের ডোমখালীতে নিহত হাফেজ জসিম উদ্দিনের পরিবার। শনিবার (৮ মে) বিকালে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের সার্বিক তত্বাবধানে এই উপহার প্রদান করা হয়।
নিহত হাফেজ জসিম উদ্দীনের ভাই নুর উদ্দীনের হাতে উপহার তুলে দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও মিরসরাই বিএনপির যুগ্ম আহবায়ক জনাব শাহীদুল ইসলাম চৌধুরী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর জেলা ছাত্রদলের সাবেক সদস্য মাসুম বিল্লাহ, সাহেরখালি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক নাজমুল করিম, সদস্য নিজাম উদ্দিন, হারুন অর রশীদ ও শ্রমিক দলের নেতা মোহাম্মদ মাসুদ।
প্রসঙ্গত : ২০১৩ সালে ২৫ নভেম্বর সন্ত্রাসী হামলায় হাফেজ জসিম উদ্দীন নির্মমভাবে মৃত্যু বরণ করেন। নিহত হাফেজ জসিম উদ্দিন বিএনপি নেতৃত্বাধীন শরীক দল জামায়াতের কর্মী ছিলেন।

আরো খবর