মিরসরাই উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের অন্তর্গত রশীদুল উলুম তাহফিজুল কুরআন মাদ্রাসায় আজ বৃহস্পতিবার (২০অক্টোবর) সকালে রশীদুল উলুম তাহফিজুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে ইসলামী সঙ্গীত, হামদ-নাত ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মিরসরাই উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রশীদুল উলুম তাহফিজুল কুরআন মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ ফরহাদ বিন রশীদ এর উপস্থাপনায় ও সংগঠন এর সভাপতি আবু সাকিব এর পরিচালনায় প্রতিযোগিতায় ২ টি বিভাগ যথাক্রমে ইসলামী সঙ্গীত, হামদ্ নাত ও কেরাত বিষয়ে মোট ৩৫ জন শিক্ষার্থী অংশ নেয়।
প্রতিযোগিতা অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অত্র মাদ্রাসার শিক্ষক মোঃ রাসেল ও মোঃ শিহাব উদ্দিন ও সংগঠনের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম। এতে হামদ্ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে নূরুছ ছালাম, দ্বিতীয় স্থান অধিকার করে উম্মে মাইশা ও তৃতীয় স্থান অধিকার করে আবু সুফিয়ান। নাত প্রতিযোগিতায় নার্সারী বিভাগে প্রথম স্থান অধিকার করে খাদিজাতুল কুবরা, দ্বীতিয় স্থান অধিকার করে বাকি উল্লাহ, এবং তৃতীয় স্থান অধিকার করে আয়েশা আরওয়া। নাত প্রতিযোগিতা প্লে বিভাগে প্রথম স্থান অধিকার করে মোঃ ফরহাদ, দ্বিতীয় স্থান অধিকার করে রিয়া মনি, তৃতীয় স্থান অধিকার করে সামিউল ইসলাম। এরপর কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মোঃ নাজিম উদ্দীন, দ্বিতীয় স্থান অধিকার করে রাহেলা আক্তার, তৃতীয় স্থান অধিকার করে ওমর ফারুক। সর্বশেষ কবিতা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে আয়েশা আরওয়া, দ্বীতিয় স্থান অধিকার করে ওমর ফারুক, এবং তৃতীয় স্থান অধিকার করে নূরুছ সালাম।
পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন সংগঠন সদস্যবৃন্দ ও শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে এমন ভিন্ন ধর্মী আয়োজনে আয়োজক কমিটির ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান করেন।
প্রতিযোগিতা অনুষ্ঠানে অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাহফুজ আলম, শাহাদাত, ও আরমান।
উল্লেখ্য, তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশন ২০২০ সালে কয়েকজন তরুণের হাত ধরে যাত্রা শুরু করে। এবং বর্তমানে ভিবিন্ন মানবিক কাজ করে যাচ্ছে অত্র সংগঠনটি।