ঢাবি’র প্রভাষক হলেন মিরসরাইয়ের সিফাত

চলমান রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্সে প্রথম স্থান অধিকার করেন মিরসরাইয়ের কৃতি সন্তান সিফাত ই আরমান। এছাড়া একই বিভাগে তিনি প্রভাষক হিসেবেও নিয়োগ পান। সোমবার (৫ জুলাই) থেকে তিনি ওই বিভাগে যোগদান করেছেন।

সিফাত চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামের হাজী গনি আহমেদ ভূঁইয়া বাড়ির সন্তান। তিনি চট্টগ্রামের নিখাদ গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ভূঁইয়ার বড় ছেলে।

সিফাত ই আরমান ২০১৩ শিক্ষাবর্ষে চট্টগ্রামের সাউথপয়েন্ট স্কুল এন্ড কলেজ থেকে এসএসসিতে জিপিএ-৫ এবং একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০১৫শিক্ষাবর্ষে এইসএসসিতে জিপিএ-৫ অর্জন করেন, এছাড়া এমএসসিতে ফাস্ট ক্লাস ফাস্ট হয়েছেন তিনি।

সিফাত ই আরমান বলেন, বিএসসি চলাকালিন সময় আমি ৪ মাস ডাটাসফ্ট মেনুফেক্সারিং এন্ড এসেম্বলি (ডিএমএ) তে ইন্টার্ন হিসেবে ছিলাম। সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি নিয়ে কিছু কাজ করি। পরবর্তীতে মাস্টার্স চলাকালিন সময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ইন মেডিকেল ইমেজ এনালাইসিস এন্ড ওয়েদার ফোরকাস্টিং রিলেটেড ৪টি প্রজেক্টে রিচার্জ এসিস্ট্যান্ট হিসেবে কাজ করি। পরবর্তীতে কভিড১৯ চলাকালীন সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচার ইউনিভার্সিটি (বিএসআরএমএইউ) এর জিআইএস এন্ড রিমোট সেন্সিং ল্যাব এ ভিজিটিং এসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলাম। সেখানে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কস ব্যবহার করে কলা পাতার রোগ নির্ণয়ের কাজ করি।

সিফাত আরো বলেন, মাস্টার্স শেষে ২০২২ সালে আমি ব্র্যাক ইউনিভার্সিটি তে ফ্যাকাল্টি হিসেবে যোগদান করি। ব্র্যাক ইউনিভার্সিটি ১ মাস চাকরির পরই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে যোগদান করার নিয়োগপত্র পাই এবং চাকরিতে যোগদান করি।

ছেলের এমন কৃতিত্বপূর্ণ সাফল্যের কথা জানতে চাইলে জাহাঙ্গীর আলম ভূঁইয়া বলেন, সিফাতের এই সাফল্যের জন্য তার সকল সম্মানিত শিক্ষক এবং সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে সকলের কাছে দোয়া চাই সিফাত যেন আল্লাহ তায়ালার নির্দেশ মোতাবেক নেক আমল করার মাধ্যমে সুনামের সাথে তার কর্মজীবন পরিচালনা করতে পারে।

আরো খবর