ডোমখালীতে হাফেজ ও এতিমদের সাথে প্রজন্ম মিরসরাই’র ইফতার

top Banner

মো : নুরুল আমিন রায়হান

প্রজন্ম মিরসরাই ইফতার বিতরনের অংশ হিসেবে ডোমখালী নুরুল উলুম ইদ্রিসিয়া দাখিল মাদ্রাসা হেফজখানা ও এতিমখানায় এতিম ও হাফেজদের সাথে ইফতার আয়োজন করা হয়। ৩ মে সোমবার প্রজন্ম মিরসরাই এর একাদশতম দিনের ইফতার কর্মসূচীর অর্থায়ন করেন প্রজন্ম মিরসরাই এর নির্বাহী পরিচালক ইউনুচ নূরী ও পরিচালক প্রকৌশলী ওমর ফারুক ।

সভাপতি নুপুর দাশের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক মনজুরুল ইসলাম রায়হান, পরিচালক প্রকৌশলী ওমর ফারুক, পরিচালক জাহিদুল ইসলাম সিনিয়র সহ- সভাপতি সাজেদুল করিম আসাদ, সহ- সভাপতি মো:মহসিন, সাধারন সম্পাদক ইমাম হোসেন, সিনিয়র যুগ্ন সম্পাদক রহিম উদ্দিন, সদস্য মো: অন্তর, শরীফ,ও মিরসরাই উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সিনিয়র সহ সভাপতি আলাউদ্দীন আলো।

আরো খবর