নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের ঠাকুরদিঘী এলাকায় ট্রাকে ছিনতাই করার সময় অনিক দেবনাথ (২১) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।
মঙ্গলবার (২ নভেম্বর) দিবাগত রাত ৩টায় তাকে গ্রেপ্তার করা হয়। সে করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া গ্রামের শিবু দেবনাথের ছেলে।
এসময় তার কাছ থেকে একটি ছুরি, একটি মোবাইল ফোন, নগদ ৮ হাজার টাকা ও একটি নম্বর বিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়। তার সাথে থাকা আরও দুইজন ছিনতাইকারী পালিয়ে যায়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি একেএম শরফুদ্দীন বলেন, মঙ্গলবার দিবাগত রাত ৩টায় একটি ট্রাকে (ঢাকা মেট্রো ট-১২-১৫৮৮) ছিনতাইকালে অনিক দেবনাথ (২১ কে আটক করে আমাদের টইলরত টিম। এসময় তার সাথে থাকা হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের রানা (২১) ও মেজবা (২৫) নামে দুই ছিনতাইকারী পালিয়ে যায়। অনিকের কাছ থেকে একটি ছুরি, একটি মোবাইল ফোন, নগদ ৮ হাজার টাকা ও একটি নম্বর বিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, এই ঘটনায় ট্রাক চালক ইমাম হোসেন রিয়াজ বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামীকে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।